কলকাতা: ১ জানুয়ারি, দলের প্রতিষ্ঠা দিবসে নতুন কার্যালয় নির্মাণের সূচনা করতে চলেছে তৃণমূল। ১৯৯৮ সালের পয়লা জানুয়ারি রাজনৈতিক ভাবে পথচলা শুরু করেছিল রাজ্যের শাসকদল। সেই হিসেবে, রবিবার ২৪ পেরিয়ে ২৫-এ পা দিতে চলেছে তৃণমূল। আগামীকালই নতুন ভবনের শিলান্যাস করবেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ের পরেই তপসিয়া থাকা দলের সদর কার্যালয়কে নতুন করে তৈরির ভাবনাচিন্তা শুরু করে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। গত বছরের শেষ ভাগ থেকেই ৬ জি, তপসিয়া রোডে তৃণমূল ভবন ভাঙার কাজ শুরু হয়েছিল। এ বার সেই জায়গায় নতুন ভবন নির্মাণের কাজ শুরু হবে। নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু হবে নতুন কার্যালয় নির্মাণের কাজ।
রবিবারের এই শিলন্যাস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি-সহ দলের সমস্ত শাখা সংগঠনের প্রধান ও সাংসদ-বিধায়করা। বর্তমানে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের সাউথ ক্যানেল রোডের একটি অতিথিশালায় চলছে দলের সদর কার্যালয়। ২০২৩ সালের শুরুতে শিলান্যাস করে নতুন কার্যালয় নির্মাণ দ্রুত শেষ করতে বলা হয়েছে।