আজ দলের সাংসদ-বিধায়কদের সঙ্গে বৈঠকে অভিষেক

কলকাতা: শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সাংসদ ও বিধায়কদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখোমুখি হচ্ছেন।

এই বৈঠকে সাংসদ ও বিধায়কদের পাশাপাশি ব্লক সভাপতিদেরও যোগ দেওয়ার কথা রয়েছে। রাজনৈতিক মহলের ধারণা, এই বৈঠক থেকে নতুন কোনও কর্মসূচির ইঙ্গিত পাওয়া যেতে পারে। রাজনৈতিক মহলের মতে, এই বৈঠকের একাধিক উদ্দেশ্য থাকতে পারে।

এই বৈঠকের কিছু সম্ভাব্য উদ্দেশ্য হতে পারে:

সামনে লোকসভা ভোট। আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি নেওয়া।

দলের কর্মীদের মধ্যে উদ্যোগ ও কর্মোদ্যম বৃদ্ধি করা। সাম্প্রতিক সন্দেশখালিকাণ্ডের জেরে যে আবহ তৈরি হয়েছে, সেসব নিয়ে আলোচনা করা।

কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্য বকেয়া নিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে তৃণমূল। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের নতুন রূপরেখা তৈরি করা।

দলের নীতি ও কর্মসূচি সম্পর্কে সাংসদ ও বিধায়কদের সঙ্গে আলোচনা করা। ইত্য়াদি।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক