২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার আরজি কর কাণ্ডের অভিযুক্ত, পুলিশকে কৃতিত্ব অভিষেকের

কলকাতা: আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের রহস্যমৃত্যুর ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে অপরাধের কথা স্বীকারও করে নিয়েছে সঞ্জয় রায় নামে ধৃত এক সিভিক ভলান্টিয়ার। ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার আরজি কর কাণ্ডের অভিযুক্ত,গ্রেফতার হওয়ায় পুলিশকে কৃতিত্ব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শনিবার নিজের সংসদীয় কেন্দ্রে প্রশাসনিক সভা ছিল ডায়মন্ড হারবারের সাংসদের। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরজি কর-কাণ্ড নিয়ে মুখ খুলেছেন তিনি। এই সব ব্যাপারে আরও কঠোর হওয়ার কথাও বলেন। তাঁর কথায়, ‘‘পুলিশ অভিযুক্তকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে। তবে আমি বলব, সুরক্ষার প্রশ্নে আরও কঠোর হতে হবে।’’

যে অপরাধ আরজি করের চিকিৎসক পড়ুয়ার সঙ্গে ঘটেছে, তাকে ‘নারকীয়’ বলে উল্লেখ করেছেন অভিষেক। তিনি এ-ও দাবি করেন, ‘‘এই কাজ যারা করে, তাদের বেঁচে থাকার অধিকার নেই। কিন্তু আমাদের দেশের আইন, বিচারব্যবস্থা এমন, আমাদের হাত-পা বাঁধা।’’ অভিষেকের কথায়, ‘‘এই ধরনের অপরাধ করলে, অপরাধীকে সাত দিনের মধ্যে বিচার শেষ করে হয় এনকাউন্টার করা উচিত, না হয় ফাঁসিতে ঝোলানো উচিত।’’

এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “এই ঘটনার তদন্তে রাজ্য সরকারের উপর ভরসা না থাকলে, অন্য কোনও এজেন্সি দিয়েও তদন্ত করতে পারে।” এ প্রসঙ্গে অভিষেক বলেন, “সিবিআই তদন্ত করে কি মেয়েটি ফিরে আসবে? কেউ বলতে পারবেন, এই ঘটনার আর পুনরাবৃত্তি হবে না? মুখে শুধু দৃষ্টান্তমূলক শাস্তির কথা বললে হবে না। দৃষ্টান্ত তৈরি করতে হবে।”

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন