আপনার ভোট যেন ‘দুয়ারে গুন্ডা’ না দিয়ে দেয়, ত্রিপুরায় বললেন অভিষেক

ডেস্ক: রবিবার তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষের গ্রেফতারির পর ত্রিপুরার রাজনৈতিক উত্তাপ বেড়েছে কয়েকগুণ। এই পরিস্থিতিতে সোমবার সকালেই আগরতলা পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ দিন সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে তোপ দাগলেন অভিষেক।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে ‘নির্লজ্জ’ বলে কটাক্ষ করে অভিষেক বলেন, “ত্রিপুরায় নৈরাজ্যের পরিবেশ। সন্ত্রাস চালাচ্ছে বিজেপি। দিনের আলোয় রাস্তায় বেরনো মুশকিল…আমরা ভেঙে দেব গুঁড়িয়ে দেব না, তৃণমূল সাজিয়ে দেওয়ার রাজনীতি করে”।

সাধারণ মানুষের উদ্দেশে অভিষেক বলেন, “আপনার ভোটটা আপনি নিজে দিন। সিপিএম, বিজেপি, কংগ্রেস, তৃণমূল যাকে পছন্দ তাকেই দিন, কিন্তু দেখবেন আপনার ভোটটা যেন দুয়ারে গুন্ডা না দেয়, বিজেপির মস্তানরা যেন না দেয়। আপনার ভোট যেন কোনো ভাবেই লুঠ করতে না পারে। আমরা আপনাদের যেটুকু আবেগ বুঝতে পেরেছি, তাতে নিশ্চিত- ত্রিপুরায় বিজেপির পতন শুধুমাত্র সময়ের অপেক্ষা। এখানকার মানুষ সাহস দেখিয়েছেন। মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে তৃণমূল”।

আরও পড়ুন: ত্রিপুরা কাণ্ডে তৃণমূল সাংসদদের সঙ্গে দেখা করতে রাজি অমিত শাহ

তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষের গ্রেফতারি নিয়েও তীব্র প্রতিবাদ করেন অভিষেক। তিনি বলেন, “মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে সায়নীকে। কোনো কারণ দেখাতেই পারেনি। সায়নীর অপরাধ তিনি বলেছেন, খেলা হবে। এটা কে বলেননি। ভারতের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন। আমরা আদালতে গিয়েছি। আদালতের উপর আস্থা রয়েছে আমাদের। পিপীলিকার পাখা গজায় মরিবার তরে। বিজেপি আমাদের ভয় পাচ্ছে। যে কারণে আমাদের মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে”।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন