কলকাতা: রাজভবনে নেই রাজ্যপাল। বৃহস্পতিবার সকালেই দিল্লি থেকে সোজা উত্তরবঙ্গে গিয়েছেন তিনি। ফলে কলকাতায় ফিরে দেখা না করা পর্যন্ত রাজভবনের সামনেই বসে থাকবেন তৃণমূল নেতৃত্ব। রাজ্যের সাংবিধানিক প্রধানের দফতরের সামনে দাঁড়িয়ে তেমনই ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এ দিন শহরে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের রাজভবন অভিযান। অভিষেকের নেতৃ্ত্বে মিছিল করে রাজভবন পৌঁছান তৃণমূল নেতা-কর্মীরা। কিন্তু রাজ্যপাল রাজভবনে উপস্থিন না থাকায় বিক্ষোভ সমাবেশ করে তৃণমূল। সেই বিক্ষোভ সমাবেশ থেকেই বক্তব্য রাখার সময় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সরাসরি নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
রাজ্যপাল না থাকায় তৃণমূলের প্রতিনিধি দলের কেউ রাজভবনের ভিতরে ঢুকবে না বলেও জানিয়ে দেন অভিষেক। টানা অবস্থানে বসবেন তাঁরা। রাতও কাটাবেন ধর্নামঞ্চেই। ধর্নামঞ্চ থেকে অভিষেক ঘোষণা করেন, “যত ক্ষণ না রাজ্যপালের দেখা পাচ্ছি, আমরা ধর্নামঞ্চে থেকে যাব। এখানেই রাত কাটাব। এখান থেকে এক চুলও নড়ব না। শুক্রবার সকাল ১১টায় আবার কর্মসূচি শুরু হবে।’’
ধর্মামঞ্চে সারারাত থাকবেন বলেই জানিয়েছেন অভিষেক। তিনি বলেন, “বাংলার বঞ্চনার বিরুদ্ধে এই কর্মসূচি নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে গরিব মানুষের টাকা আটকে রাখা হয়েছে। মানুষের দাবি নিয়ে লড়াই করার প্রতিশ্রুতি আমার দিয়েছিলাম… সেই পরিপ্রেক্ষিতেই আমাদের এই রাজভবন চলো অভিযান কর্মসূচি। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই আমাদের এই লড়াই।” পাশাপাশি, অভিষেকের হুঙ্কার, “গরিব মানুষকে দিয়ে কাজ করিয়ে, টাকা আটকে রাখা হলে, বাংলা এর বিরুদ্ধে লড়বে। অন্য কোনও রাজ্য লড়ুক বা না লড়ুক।”