Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
'দিল্লি থেকে আমরা সব দাবি ছিনিয়ে আনব', শহিদ মিনারের সমাবেশে কেন্দ্রকে হুঁশিয়ারি অভিষেকের - NewsOnly24

‘দিল্লি থেকে আমরা সব দাবি ছিনিয়ে আনব’, শহিদ মিনারের সমাবেশে কেন্দ্রকে হুঁশিয়ারি অভিষেকের

কলকাতা: তৃণমূল একমাত্র দল যারা দলের লোকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া মাত্রই পদক্ষেপ করেছে, শহিদ মিনারের সভায় বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এ দিনের সভা থেকে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের বিরোধিতায় সুর চড়ালেন অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দিদি ও দিদি’ বলে কটাক্ষ করায় নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী পদ খারিজের আরজিও জানালেন তিনি। সভায় অভিষেক বলেন, “রাহুল গান্ধীর কথাকে আমি সমর্থন করি না। কিন্তু যে কায়দায় তাঁর লোকসভার সদস্য পদ খারিজ হয়েছে, তা গায়ের জোর ছাড়া আর কিছুই না”।

একই সঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে অভিষেক বলেন, “দিল্লির দানবদের কাছে নয়, বারবার দরকারে বাংলার জনতা-জনার্দনের কাছে মাথা নত করব”। তাঁর কথায়, ‘‘এই তো মদনদা জেলে ছিলেন। কুণাল ঘোষও জেলে ছিলেন। এঁদের বলা হয়েছিল, আমার নাম নিলেই ছেড়ে দেবে। আমার জন্য আলাদা আইন করার দরকার নেই। যদি প্রমাণ করতে পারেন আমি কোনও রকম দুর্নীতির সঙ্গে যুক্ত, তা হলে যাই হোক না কেন, যে ইস্যুতেই হোক না কেন এই শহিদ মিনারেই ফাঁসির মঞ্চকে বরণ করে নেব।’’ 

অভিষেকের এই সভা নিয়ে তৈরি হয়েছিল আইনি জটিলতা। জল গড়ায় হাইকোর্টেও। এ প্রসঙ্গে অভিষেক বলেন, “যাঁরা তৃণমূল কংগ্রেস দুর্বল হয়েছে বলে ভাবছিল, এই সভা তাঁদের জবাব। আগামীদিনে দিল্লির বুকেও হবে এমন আন্দোলন। এটা তো ট্রেলার, দরকার হলে আন্দোলন ক্রমশ বৃহত্তর হবে। দিল্লি থেকে আমরা সব দাবি ছিনিয়ে আনব। কেউ শেষ কথা বলে না, বলেন গণদেবতা”।

Related posts

বন্দে ভারত স্লিপার ও অমৃত ভারত ২ -এ শুধুই কনফার্ম টিকিট ভ্রমণ করা যাবে

গীতাপাঠের নামে কলেজে ৪০ হাজার টাকার চাঁদার বিল! টাকা দেওয়া যাবে না, নির্দেশ মন্ত্রী বিরবাহার,

প্রধান বিচারপতির সামনেই ‘এজেন্সির অপব্যবহার’ নিয়ে সরব মমতা