কলকাতা: ১৫ দিনের বিদেশ সফর শেষে মঙ্গলবার রাত ১২টা ১৫ মিনিটে কলকাতায় ফিরলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বুধবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে নির্ধারিত সর্বদলীয় বৈঠকে তিনি থাকতে পারবেন না বলে জানিয়েছেন।
বিমানবন্দর থেকে বেরিয়ে অভিষেক বলেন, পাঁচটি দেশে সফরে গিয়ে ভারতের বার্তা তুলে ধরা হয়েছে। সফরে ছিলেন সাত সদস্যের সর্বদলীয় প্রতিনিধি দলের অংশ হিসেবে। তবে কিছু পূর্ব নির্ধারিত রাজনৈতিক কর্মসূচি ও উপনির্বাচনের ব্যস্ততার কারণে তিনি বৈঠকে যোগ দিতে পারবেন না। লিখিত ভাবে তাঁর মতামত সরকারকে জানাবেন বলেও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের কূটনৈতিক অবস্থান তুলে ধরতে ‘অপারেশন সিঁদুর’ পরবর্তী সময়ে গঠিত প্রতিনিধি দলটি সফর করেছে জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। জঙ্গি কার্যকলাপ ও পাক অধিকৃত কাশ্মীর ইস্যুতে সেখানকার প্রশাসনের সঙ্গে আলোচনা করেছেন অভিষেক।
প্রতিনিধি নির্ধারণে শুরুতে কেন্দ্র ইউসুফ পাঠানের নাম পাঠালে, রাজ্য আপত্তি জানায়। পরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে কেন্দ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম মেনে নেয়।