অবশেষে ‘ই সালা কাপ নামদে’। ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথম বার আইপিএল ট্রফি জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাইনালে ৬ রানে পাঞ্জাব কিংসকে হারিয়ে ১৮তম আইপিএলের চ্যাম্পিয়ন বিরাট কোহলির আরসিবি।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রথমে ব্যাট করে আরসিবি তোলে ৯ উইকেটে ১৯০ রান। বিরাট কোহলি করেন ৪৩ রান। জবাবে পাঞ্জাব করে ১৮৭ রান, শ্রেয়স নিজে আউট হন মাত্র ১ রানে। বল হাতে আরসিবির হয়ে ২টি করে উইকেট নেন ক্রুণাল পাণ্ডিয়া ও ভুবনেশ্বর কুমার।
১৭ বছরের ইতিহাসে বারবার তারকা সমৃদ্ধ দল তৈরি করেও শূন্য হাতে ফিরেছে আরসিবি। ক্রিস গেইল, এবি ডি’ভিলিয়ার্স, জ্যাক কালিস থেকে বিরাট কোহলি—কারও পারফরম্যান্সই এনে দিতে পারেনি কাঙ্ক্ষিত ট্রফি। তবু সমর্থকরা প্রত্যেক বছর ভরসা রেখেছেন, স্লোগান তুলেছেন—‘ই সালা কাপ নামদে’।
চলতি মরশুমে আরসিবি জেতে ৯টি ম্যাচ। প্রতিটি ম্যাচে আলাদা খেলোয়াড় ‘ম্যান অফ দ্য ম্যাচ’—ক্রুণাল, সুয়াশ, রোমারিওর মতো তুলনামূলক অখ্যাতরা উঠে আসেন সামনে। একমাত্র ‘তারকা’ বিরাটই ছিলেন সেই তালিকায়। ফাইনালে দুরন্ত দলগত পারফরম্যান্সে শেষ হাসি হাসে বেঙ্গালুরু।