চোখের অস্ত্রোপচার সেরে আমেরিকা থেকে কলকাতায় ফিরলেন অভিষেক

কলকাতা: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের অস্ত্রোপচার হয়েছে আমেরিকায়। সোমবার সকালেই দেশে ফিরলেন তিনি।

সকালে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে বিমান। ৮টা নাগাদ বিমানবন্দর থেকে বার হন অভিষেক। অস্ত্রোপচারের ১২ দিন পর কলকাতায় ফিরলেন তৃণমূল সাংসদ। তাঁর চশমার বাঁ দিকের কাচটি ছিল ঘষা। ডান দিকেরটি অবশ্য সাধারণ।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিদেশে বিশেষ অস্ত্রোপচার হয় তাঁর। আমেরিকার জন্স হপকিন্স হাসপাতালের চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে সুস্থ হয়ে ওঠেন। কালীপুজোর আগেই যে অভিষেক কলকাতায় ফিরতে চান তা আগেই জানা গিয়েছিল ঘনিষ্ঠ সূত্রে। সেই অনুমান সত্যি করে সোমবার কালীপুজোর সকালে শহরে ফিরলেন তিনি।

উল্লেখ্য, ২০১৬ সালে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে এক দুর্ঘটনায় অভিষেকের বাঁ দিকের চোখের নীচে গুরুতর আঘাত লাগে। সেই দুর্ঘটনাতে সাংসদের বাঁ চোখের নীচে ‘অরবিটাল বোন’ (চোখকে ধরে রাখার হাড়) ভেঙে যায়। এর পর থেকে তিনি দীর্ঘ দিন ওই চোখ নিয়ে সমস্যায় ভুগছিলেন।

আরও পড়ুন: বৃষ্টি শুরু শহরে! কেমন থাকবে আবহাওয়া

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন