‘যাঁরা আমার বিরুদ্ধে ভোট দিয়েছেন, আমি তাঁদেরও সাংসদ’, বার্তা অভিষেকের

জানুয়ারি মাসে প্রশাসনিক বৈঠকের পরে আজ, শুক্রবার ফের নিজের লোকসভা কেন্দ্রে অনুষ্ঠানে অংশ নিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের চড়িয়ালে একটি নতুন সেতু উদ্বোধন করলেন সাংসদ।

চড়িয়াল সেতুর উদ্বোধনের ফলে প্রায় ১০ লক্ষ মানুষ উপকৃত হবেন। করোনার জন্য ২ বছর কাজ বন্ধ থাকায় উদ্বোধনে কিছুটা দেরি হওয়ায় ক্ষমাও চেয়ে নেন সাংসদ। আগামী ছ’মাসের মধ্যে সেতুর আরেক দিকের কাজও শেষ করা হবে বলে আশ্বাস অভিষেকের।

বক্তৃতা করার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “যাঁরা ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি তাঁদের সাংসদ, যাঁরা আমার বিরুদ্ধে ভোট দিয়েছেন, আমি তাঁদেরও সাংসদ”।

এ দিন ডিএ-এর দাবিতে সারা রাজ্যে ধর্মঘট ডেকেছেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন। এই দিনটিতেই চড়িয়াল সেতুর উদ্বোধন করা হয়। কেন এ দিন উদ্বোধন করলেন সেটাও জানিয়েছেন অভিষেক।

তিনি বলেন, “আজ একদিকে ডিএ আন্দোলনকারীরা ধর্মঘট ডেকেছেন। তাঁদের মৌলিক অধিকার। ডাকতেই পারেন। আমি মনে করি কর্মনাশা বন্‌ধ মানুষ সমর্থন করেন না। সেই দিনই সরকারি মঞ্চ থেকে ৫২ কোটি টাকা দিয়ে একটা ব্রিজের উদ্বোধন হল। এটাই ডায়মন্ড হারবার মডেল।” জেলা প্রশাসনের বিভিন্ন দফতরে কর্মরত সরকারি কর্মীদের কুর্নিশ জানিয়ে অভিষেক বলেন, “যেখানে বিভিন্ন কর্মসূচি হচ্ছে। অবরোধ হচ্ছে। বন্‌ধের জন্য হুমকি দেওয়া হচ্ছে। চারিদিকে মানুষকে হুমকি দেওয়া হচ্ছে। সেই সরকারি কর্মীরা নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠে মানুষের স্বার্থে যাঁরা ভেবে সাধারণ মানুষের জন্য কাজ করছেন, তাঁদের কুর্নিশ।”

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন