অনুগ্রহকারীদের তুষ্ট করতে সংবাদমাধ্যমে নিয়ম করে মনগড়া গল্প ছড়াচ্ছেন এনফোর্সনেন্ট ডিরেক্টরেট (ইডি)-এ অযোগ্য লোকজন। আমেরিকা থেকে এই ভাষাতেই তদন্তকারী সংস্থাকে বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা-সহ একাধিক মামলার শুনানিতে আদালতের ভর্ৎসনার মুখে পড়েছে ইডি। তথ্যপ্রমাণ পেশের জন্য আরও সময় চেয়েছেন তদন্তকারীরা। তাতে বিচারপতিরাও অনেক সময় ক্ষুব্ধ হয়েছেন। প্রশ্ন তুলেছেন তদন্তের অগ্রগতি নিয়ে। এর পরেই অভিষেকের এই বক্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় অভিষেক লেখেন, “খুবই হতাশার বিষয় যে ইডির মতো সংস্থায় সব অযোগ্য অফিসাররা রয়েছেন, যাঁদের মূল কাজ আমার বিরুদ্ধে সংবাদমাধ্যমের সামনে দারুণভাবে গল্প বানানো। এই কাজে তাঁরা একেবারে অপ্রতিরোধ্য। এদিকে বছরের পর বছর ধরে মানুষের করের টাকায় তদন্ত চালিয়ে যাওয়ার পরও কোনও প্রমাণ দিতে পারছে না।”
অভিষেক কটাক্ষ করেছেন, “দেশের প্রতি এই সংস্থার যে দায়িত্ব রয়েছে সেটা সঠিকভাবে পালন করছেন না তদন্তকারীরা। ইডি পুরোপুরি রাজনৈতিক মদতপুষ্ট হয়ে চলছে। বাংলার বিরোধী দল বিজেপির সঙ্গে ইডি’রও সৎসাহস নেই স্পষ্টভাবে কোনও অভিযোগ করার।”