প্রথম পাতা খবর এসএসসি আন্দোলনকারী নেতার সঙ্গে কথা অভিষেকের

এসএসসি আন্দোলনকারী নেতার সঙ্গে কথা অভিষেকের

302 views
A+A-
Reset

পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে দলও বেজায় অস্বস্তিতে। যোগ্যতা সত্ত্বেও চাকরি না পাওয়ার প্রতিবাদে ৫০০ দিন ধরে এসএসসি আন্দোলনকারীদের অনশন চলছে। এই অবস্থায় আন্দোলনকারীদের নেতা সইদুলকে ফোন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে চেয়েছেন তিনি।

বৃহস্পতিবারই তিনি আন্দোলনকারী চাকরিপ্রার্থী শহিদুল্লাহর সঙ্গে ফোনে কথা বলেছেন। অভিষেক নিজেই ফোন করেছিলেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এ দিন আন্দোলনকারীদের সমস্যার কথা শুনবেন ও মেটানোর চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

প্রায় ৫০০ দিন ধরে আন্দোলন চালাচ্ছেন তাঁরা। দীর্ঘদিনের এই আন্দোলনে অনেক নেতার সঙ্গেই কথা বলেছেন তাঁরা। তবে বর্তমান প্রেক্ষাপটে সইদুলকে অভিষেকের ফোন ও আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে চাওয়া নিঃসন্দেহে নয়া মাত্রা যোগ করল ঘটনাপ্রবাহে। এসএসসি নিয়ে এবার দলীয়ভাবে আসরে নামলেন অভিষেক। শুক্রবার বেলা ৩টের পর ক্যামাক স্ট্রিটে আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন। কী সমস্যা, কী দাবি, তার সবটাই শুনবেন অভিষেক।

আরও পড়ুন :

অবশেষে কড়া পদক্ষেপ মমতার, তিন মন্ত্রী পদ থেকেই অপসারিত পার্থ চট্টোপাধ্যায়

ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ করে ১১৯ রানে ম্যাচ জয় ভারতের

২০২৪-এ বিজেপি আসবে না, আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রীর

নতুন চিন্তা-ভাবনা আনতে চাই’, কোচের দায়িত্ব নিয়ে জানালেন লক্ষ্মী

বৃহস্পতিবার ক্যাবিনেট বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে, কি পার্থকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী!

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.