কলকাতা: নিজের জন্মদিনে দলের সংগঠনকে শক্তিশালী করতে জেলা স্তরে সাংগঠনিক রদবদলের পরিকল্পনা তুলে ধরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কালীঘাটের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক জানান, জেলা সংগঠনে রদবদলের খসড়া তিনি বিদেশ যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছেন। এই খসড়ার মধ্যে দলের বেশ কয়েকজন পুরনো নেতৃত্বকে সরিয়ে নতুন মুখ আনার সুপারিশও করা হয়েছে।
২১ জুলাইয়ের মঞ্চ থেকেই অভিষেক সংগঠন পুনর্গঠনের ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, তিন মাসের মধ্যে দলের পারফরম্যান্সের ভিত্তিতে জেলা সভাপতির পদে রদবদল করা হবে। অভিষেক জানান, আপাতত কলকাতা ছাড়া বাংলার ১২৫টি পুর এলাকায় এই রদবদল কার্যকর হবে। এছাড়াও, তিনি বীরভূমে কোর কমিটির ভূমিকা নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন, যেখানে ২০২৪-এর ভোটে ভাল ফলাফল দেখা গেছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ই এই পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। রোডম্যাপ তৈরি হলেও তা বাস্তবায়নের চাবিকাঠি তাঁর হাতেই। সংগঠন পুনর্গঠন এবং বিভিন্ন নেতার মধ্যে পারফরম্যান্সের ভিত্তিতে পদবদলের এই পরিকল্পনা নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলেও ব্যাপক আলোচনা চলছে।
আর জি কর ইস্যুতে সিপিএম-এর সমালোচনা করে অভিষেক বলেন, জুনিয়র ডাক্তারদের আন্দোলনে বামেরা যে ভূমিকা নিয়েছে, তার ফলে পরবর্তী বিধানসভা নির্বাচনে তাদের ফল আরও খারাপ হবে।
উল্লেখ্য, অভিষেকের মন্তব্যে তৃণমূলের ভেতরেই দলের ভবিষ্যৎ পরিকল্পনা এবং রাজনৈতিক কর্মপন্থা নিয়ে স্পষ্ট বার্তা উঠে এসেছে।