ভারতের স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি বিপ্লবী রাসবিহারী বসুকে শ্রদ্ধা জানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘অপারেশন সিঁদুর’ অভিযানে বিশ্বের দরবারে ভারতের বার্তা পৌঁছে দিতে জাপানে গিয়েছেন তিনি। শুক্রবার সকালে টোকিওর টামা সমাধিস্থলে গিয়ে রাসবিহারী বসুর পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ের প্রখ্যাত ভারতীয় বিচারপতি রাধাবিনোদ পালের সমাধিতেও শ্রদ্ধা জানান।
রাসবিহারী বসুর সমাধিস্থলের দুরবস্থায় ক্ষোভপ্রকাশ করে অভিষেক নিজের এক্স হ্যান্ডলে লেখেন, “বাংলার মহান সন্তানকে শ্রদ্ধাজ্ঞাপন করে আমি গর্বিত। তাঁর স্মৃতিস্তম্ভটি এত অবহেলিত অবস্থায় রয়েছে দেখে খারাপ লাগল।” ভারতের টোকিও দূতাবাস যেন দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেয়, সে অনুরোধও করেন তিনি।
সফরের ফাঁকে টোকিওতেই এক অন্য গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন অভিষেক। কিয়ো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রাজীব শার সঙ্গে দেখা করে আলোচনা করেন পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলা নিয়ে। ঘূর্ণিঝড়প্রবণ এলাকাগুলিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আরও শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে দুই পক্ষই ইতিবাচক মত প্রকাশ করেছে।