তৃণমূল কংগ্রেসে ফের এল ‘কর্মসংস্কৃতি’-র বার্তা। মঙ্গলবার দলের চার হাজারেরও বেশি নেতার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন— কাজ না করলে, দলে থাকার অধিকার নেই। লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে এবার বুথস্তরেও সাংগঠনিক রদবদলের পথে হাঁটবে তৃণমূল।
যে বুথে ১০০-র বেশি ভোটে হার হয়েছে, সেই বুথের সভাপতিদের সরানো হবে বলেও জানান তিনি। পাশাপাশি, নেতাদের চারটি বিষয়ে প্রচার জোরদার করার নির্দেশ দিয়েছেন— ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’, কেন্দ্রের বঞ্চনা, বাংলার সম্মানের উপর আঘাত এবং ভোটার তালিকায় বিশেষ সংশোধন (এসআইআর)।
ছোট ছোট বৈঠকে জোর, বুথে বুথে গিয়ে জনসংযোগ বাড়ানোর নির্দেশও দিয়েছেন অভিষেক। এককথায়, ২০২৫-এর বিধানসভা নির্বাচনের আগে দলে শৃঙ্খলা এবং কর্মক্ষমতা নিশ্চিত করতে কড়া মনোভাব নিলেন অভিষেক।