কয়লা পাচারকাণ্ডে প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব

ডেস্ক : কয়লা পাচারকাণ্ড তদন্তে নায় মোড়। এবার তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরাকে তলব করল ইডি।

পিটিআই সূত্রে খবর, অর্থ পাচার ও কয়লা কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের তলব করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

আজ শনিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। ওই দিনই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। সূত্রের খবর, তাঁদের নয়াদিল্লিতে ডেকে পাছানো হয়েছে। সম্ভবত আগামী ৯ সেপ্টেম্বর হাজিরা দিতে বলা হয়েছে।

এ প্রসঙ্গে উল্লেথযোগ্য, বিধানসভা নির্বাচনের আগে কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়ে তাঁর স্ত্রী রুজিরাকে সিবিআই জিজ্ঞাসাবাদ করে। তবে, তৃণমূল সাংসদকে এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেনি তদন্তকারী সংস্থা।

জানা গিয়েছে, অভিষেক ও রুজিরা ছাড়াও কয়লাকাণ্ডে অভিযুক্ত তিন আইপিএস-কে তলব করা হয়েছে। ৮ , ৯, ১০ সেপ্টেম্বর ডেকে পাঠানো হয়েছে আইপিএস সেলভা মুরুগান, জ্ঞানবন্ত সিং এবং শ্যাম সিংহকে।

আরও পড়ুন : যাঁরা আসল দুধ খাননি, তাঁরা গরুর দুধে সোনার দর বুঝবেন কী করে? : দিলীপ ঘোষ

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে