Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
মঙ্গলবার ত্রিপুরায় প্রচার সারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, করবেন রোড শো, জনসভা - NewsOnly24

মঙ্গলবার ত্রিপুরায় প্রচার সারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, করবেন রোড শো, জনসভা

আগামিকাল, মঙ্গলবার ত্রিপুরায় প্রচার সারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রার্থীদের নিয়ে রোড শো করবেন। তারপরে সভা করবেন।

আগরতলা, সুরমা-সহ চারটি কেন্দ্রেই প্রার্থী দিয়েছে তৃণমূল। এদিন প্রথমে প্রার্থীদের সঙ্গে নিয়েই রোড শো করবেন অভিষেক। তারপর সভা করবেন৷ এরপর আর একবার ভোট প্রচার করবেন ৷ ২০ জুন দুটি জনসভা করবেন তিনি। আগামিকাল রোড শো হবে – মেলার মাঠের কাছের গান্ধি ঘাট থেকে শুরু হবে। এটা শেষ হবে জি বি বাজারে। এরপর জি বি বাজারে একটা সভা করবেন৷ এই উপনির্বাচনে তারকা প্রচারকদের নামের তালিকাও প্রকাশ করেছে তৃণমূল। তার মধ্যে অন্যতম হলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সু্প্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যে তালিকায় শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ই নন, রয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, ত্রিপুরা তৃণমূলের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ মোট ২৭ জন স্টার ক্যাম্পেনার।

চলতি মাসেই ত্রিপুরার চারটি বিধানসভা আসনে উপনির্বাচন রয়েছে। আর এই উপনির্বাচন থেকেই কার্যত আগামী বছরের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করতে চাইছে তৃণমূল। যে কারণেই বাকি রাজনৈতিক দলের সঙ্গে পাল্লা দিতে মঙ্গলবার থেকেই প্রচার শুরু করছে তৃণমূল।

Related posts

বাংলায় বাদুড়ের শরীরে নিপা ভাইরাস মেলেনি, সমীক্ষায় স্বস্তি

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য, শুনানিতে বিএলএ ঢোকার ছাড়পত্র দিল সুপ্রিম কোর্ট

‘দু’গালে কষিয়ে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট,’ এসআইআর নিয়ে শীর্ষ আদালতের নির্দেশের পর কমিশন-বিজেপিকে তোপ অভিষেকের