‘শুধু প্রতিশ্রুতি নয়, প্রতিজ্ঞা’, মেঘালয়ে ইস্তেহার প্রকাশে বললেন অভিষেক

মেঘালয়ে বিধানসভা ভোটের আগে ইস্তেহার প্রকাশ করল তৃণমূল। মঙ্গলবার শিলংয়ে ইস্তেহার প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার ধাঁচে বেশ কিছু প্রকল্প, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী চালু করার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি তৃণমূলের ইস্তেহারে গুরুত্ব পেয়েছে মেঘালয়ের স্থানীয় বিষয়গুলিও।

ইস্তেহার প্রকাশের পর সাংবাদিক বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন,”মেঘালয়ে ক্ষমতায় এলে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসে মাসে ১০০০ টাকা করে দেওয়া হবে। প্রত্যেক মহিলা বছরে পাবেন ১২ হাজার টাকা”।

অভিষেক জানান, মেঘালয়ের সামাজিক স্কিমগুলি প্রসারের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বেশি। কৃষিকাজের জন্য কৃষকদের আর্থিক সাহায্যে দেওয়ারও ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি কৃষিজাত পণ্য যথাযথ ভাবে বিক্রির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। স্বাস্থ্য পরিকাঠামো যথাযথ গঠনের কথা বলা হয়েছে। বিশেষ করে নতুন মেডিক্যাল কলেজ তৈরি এবং মহিলা ও শিশুদের জন্য হাসপাতাল বানানোর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

এ দিন তিনি আরও বলেন, “কিছু বললে তা রক্ষার জন্য তৃণমূল কংগ্রেস শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বে। মানুষের অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নয়। ইস্তেহারে শুধু প্রতিশ্রুতি নয়, প্রতিজ্ঞা”।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে