কয়লা কেলেঙ্কারিতে ইডি-র মুখোমুখি হবেন অভিষেক, আজই রওনা দিলেন দিল্লি

ডেস্ক: কয়লা কেলেঙ্কারির তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রবিবারই দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। জানা গিয়েছে, ১ সেপ্টেম্বর অভিষেকের স্ত্রী রুজিরা নারুলাকেও ডেকে পাঠানো হয়েছিল। তবে করোনা আবহের কথা তুলে ধরে হাজিরা দেননি রুজিরা। কলকাতায় জিজ্ঞাসাবাদের জন্য আর্জি জানিয়েছিলেন রুজিরা। কিন্তু অভিষেক সোমবার ইডি দফতরে যাবেন বলেই সূত্রের খবর। তাই রবিবার তাঁর নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেন।

আরও পড়ুন: ব্যাডমিন্টনে দেশকে সোনা এনে দিলেন Krishna Nagar


উল্লেখ্য, কয়লা-কাণ্ডে ফের সক্রিয় হয়েছে ইডি। সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। আগামী ১ সেপ্টেম্বর অভিষেকের স্ত্রী রুজিরা এবং ৬ সেপ্টেম্বর অভিষেককে দিল্লিতে ডেকে পাঠানো হয়। এই ঘটনার প্রেক্ষিতে সরব হন তৃণমূল নেতারা। আর তার প্রেক্ষিতে আগে অভিষেকের মুখে শোনা যায় আক্রমণের সুরও। হিন্দিতে তিনি প্রকাশ্যেই অমিত শাহকে নিশানা করে হুঁশিয়ারি দিয়েছিলেন, “আপ লোগোকো লালত হ্যায় থোড়া বহুত ধমকানে সে চমকানে সে এ বইঠ জায়েগা।”

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক