ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) বাংলায় হবে না—এমনই হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে কলকাতায় ফিরে সাংবাদিকদের তিনি জানালেন, একজন বাঙালির নামও তালিকা থেকে বাদ পড়লে জাতীয় নির্বাচন কমিশনের সদর দপ্তর ঘেরাও করবেন লক্ষাধিক বাঙালিকে সঙ্গে নিয়ে।
অভিষেক বলেন, “যাঁরা ‘হ্যাঁ স্যার’ বলে নির্বাচন কমিশনকে বিক্রি করে দিয়েছেন, তাঁদের সতর্ক করছি। কোনও বাঙালির নাম বাদ গেলে চুপ করে বসে থাকব না।”
একশো দিনের কাজের টাকা বন্ধ রাখা নিয়ে আগেই দিল্লিতে আন্দোলন করেছিলেন তিনি। কলকাতা হাই কোর্ট কেন্দ্রকে ১ আগস্ট থেকে সেই ফান্ড ছাড়ার নির্দেশ দিলেও এখনও টাকা মেলেনি বলেই অভিযোগ অভিষেকের। তাঁর কথায়, “এটা আদালতের অবমাননা।”
তৃণমূল সাংসদ আরও জানান, এসআইআর ইস্যুতে ইন্ডিয়া জোটের অন্যান্য শরিকদের সঙ্গে কথাবার্তা হয়েছে। সেই অনুযায়ী, আগামী ১২ আগস্ট (সোমবার) দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবেন বিরোধী জোটের সাংসদরা।