Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
‘ইভিএমের মাধ্যমে বহিরাগতদের বিদায় করুন’, দাঁতনের সভায় অভিষেক  - NewsOnly24

‘ইভিএমের মাধ্যমে বহিরাগতদের বিদায় করুন’, দাঁতনের সভায় অভিষেক 

ডেস্ক: দিল্লির কাছে বাংলাকে বিক্রির চেষ্টা হচ্ছে, সোনার দেশ গড়তে পারে না, বাংলা কীভাবে গড়বে? দাঁতনের সভায় কেন্দ্রকে তোপ দাগেন অভিষেক। ১০ দিনের মধ্যে গদ্দারদের মুখ দিয়ে জয় সিয়ারাম বলিয়ে ছাড়িয়েছি।’দিল্লির নেতাদের কাছে গদ্দাররা নিজেদের বিক্রি করে দিয়েছে। ইভিএমের মাধ্যমে বহিরাগতদের বিদায় করুন। সভায় আওয়াজ তুলল অভিষেক।


ওয়েব আড্ডা ডেস্ক: একুশের লড়াই জমে উঠেছে। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে জনসভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিধানসভার মোহনপুরের নীলদা এলাকায় সভা করছেন তৃণমূল সাংসদ। বলেন, ‘মানুষ যাঁর সঙ্গে থাকে, সেই শেষ কথা বলে। বাংলা নিজের মেয়েকেই চায়।’ বলেন, ‘ভাঙা পায়েই লড়াই করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনও উঠেপড়ে লেগেছে। কী করে প্রার্থীদের মনোনয়ন বাতিল করা যায়। সেই চেষ্টা চলছে।’

আরও পড়ুনঃ পোড়খাওয়া রাজনীতিবিদদের উপরই ভরসা, ৩৪ আসনের প্রার্থী ঘোষণা কংগ্রেসের


‘মহিলাদের সম্মান দিতে জানে না বিজেপি।একজন মহিলার ওপর আঘাত হানতে গিয়ে একটি দল ধ্বংস হয়ে যাবে। বাংলাকে গুজরাত বানানোর চেষ্টা। জোর করে যেমন মধ্যপ্রদেশ, বিহার দখল করেছে সেরকম চেষ্টা বাংলাতেও।’‘ বিজেপি নেতারা রাজ্যে আসছে, ভিড় হচ্ছে না। ২ মে তৃণমূল ২৫০-র বেশি আসন পাবে।’ এদিন বহিরাগত ইস্যুতে সুর চড়ান অভিষেক। ‘বহিরাগতদের নায়ক বসে আছে মেদিনীপুরে। আমদাবাদে মোদি নিজের নামে স্টেডিয়াম করছে।’
বিস্তারিত আসছে…

Related posts

জঙ্গলের বুক চিরে টয়ট্রেন! ছয় বছর পর উত্তরবঙ্গে ফিরল রোমাঞ্চকর জঙ্গল সাফারি

শীতের মাঝেই উলটপুরাণ! এক ধাক্কায় ৪ ডিগ্রি বাড়ল কলকাতার তাপমাত্রা

নজরে বাঁকুড়া, ১৫ হাজার চাকরির বার্তা অভিষেকের