সিওলে পৌঁছল অভিষেকদের প্রতিনিধি দল, বিশ্বমঞ্চে ফের পাক সন্ত্রাসের বিরুদ্ধে কড়া বার্তা ভারতের

জাপানে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র ভাষায় মুখ খুলে এবার দক্ষিণ কোরিয়ার সিওলে পৌঁছল অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ সর্বদলীয় কেন্দ্রীয় প্রতিনিধি দল। পহেলগাঁও জঙ্গি হামলা ও ‘অপারেশন সিঁদুর’-এর প্রেক্ষিতে পাকিস্তানের সন্ত্রাস মদতের নগ্ন চেহারা বিশ্ব দরবারে তুলে ধরাই তাঁদের লক্ষ্য।

শনিবার রাতে এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, “জাপানে ভারতীয় দূতাবাসের উদ্যোগে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট করেছি। এবার সিওলে এসেছি সেই বার্তা আরও বিস্তৃত করতে। ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে দৃঢ়প্রতিজ্ঞ।”

তিনি আরও বলেন, “ভারত কাউকে ভয় পায় না। পাকিস্তান যদি সন্ত্রাসকে পাগলা কুকুর বানায়, তবে তাকে লালন-পালন করছে পাকিস্তানই। এবার বিশ্বকে একজোট হয়ে সেই লালন-পালনকারীকে রুখতেই হবে।”

প্রসঙ্গত, কেন্দ্র ৭টি সর্বদলীয় প্রতিনিধি দল তৈরি করেছে যারা বিশ্বের ৩৩টি দেশে গিয়ে ভারতের অবস্থান ব্যাখ্যা করবে। জেডিইউ সাংসদ সঞ্জয় ঝাঁ-র নেতৃত্বে ৯ সদস্যের এক প্রতিনিধি দলে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাপান এবং দক্ষিণ কোরিয়ার পর এই দল যাবে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াতেও।

ভারত বুঝিয়ে দিতে চাইছে, শুধু সেনা নয়, কূটনৈতিকভাবেও পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই জারি থাকবে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন