আজ অভিষেকের ‘সেবাশ্রয়’ কর্মসূচির সূচনা ডায়মন্ড হারবারে

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ থেকে তাঁর সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারে শুরু করছেন ‘সেবাশ্রয়’ কর্মসূচি। এই উদ্যোগের মূল লক্ষ্য, এলাকার নাগরিকদের স্বাস্থ্যপরীক্ষা করা এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী চিকিৎসার ব্যবস্থা করা।

প্রায় দেড় মাস ধরে চলবে এই কর্মসূচি। এর আওতায় প্রায় দেড় হাজার চিকিৎসক বিভিন্ন স্বাস্থ্যপরীক্ষার কাজে যুক্ত থাকবেন। অভিষেকের দাবি, স্বাস্থ্যপরীক্ষার রিপোর্টের ভিত্তিতে এলাকার মানুষের সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হবে।

বিষয়টিকে রাজনৈতিক মহলে তৃণমূলের পক্ষ থেকে চিকিৎসকদের সঙ্গে সেতুবন্ধনের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। বিশেষত আরজি কর–কাণ্ডের পরে, এই কর্মসূচি শাসকদলের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অনেকে মনে করছেন।

অভিষেকের এই উদ্যোগ ডায়মন্ড হারবারের নাগরিকদের মধ্যে ইতিমধ্যেই যথেষ্ট সাড়া ফেলেছে। স্বাস্থ্যসেবার উন্নতির জন্য এই কর্মসূচি কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক