প্রথম পাতা খবর পরিষদীয় শৃঙ্খলা রক্ষায় কড়া তৃণমূল, বিধানসভায় অনুপস্থিত বিধায়কদের তলব

পরিষদীয় শৃঙ্খলা রক্ষায় কড়া তৃণমূল, বিধানসভায় অনুপস্থিত বিধায়কদের তলব

264 views
A+A-
Reset

পরিষদীয় শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে তৃণমূল কংগ্রেস। দলীয় হুইপ অমান্য করে বিধানসভায় অনুপস্থিত বিধায়কদের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে হাজিরা দিতে বলা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, এমন বিধায়কের সংখ্যা ৫০-এর বেশি।

সোমবার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠক হয়। বিধানসভায় মন্ত্রী ও বিধায়কদের সই করা খাতাগুলি খতিয়ে দেখা হচ্ছে। কতজন বিধায়ক অনুপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে কারা নিয়মিত অনুপস্থিত থাকছেন, সেই বিষয়েই আলোচনা চলছে।

দল মনে করছে, এটি দায়িত্বজ্ঞানহীন আচরণ। হুইপ জারি থাকা সত্ত্বেও একাধিক বিধায়ক অধিবেশনে অনুপস্থিত থাকছেন। তাই এবার দল কঠোর পদক্ষেপ নিতে চলেছে।

প্রথমে শৃঙ্খলা রক্ষা কমিটি এই বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বের কাছে তুলে ধরবে। বিশেষ করে অধিবেশনের শেষ দিনে যেসব মন্ত্রী হুইপ অমান্য করেছেন, তাঁদের বিষয়ে পদক্ষেপ করা হবে। অনুপস্থিত বিধায়কদের সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকের পর শোভনদেব চট্টোপাধ্যায় জানান, ‘‘অনুপস্থিত বিধায়কদের তালিকা তৈরি হচ্ছে। তাঁদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।’’ তৃণমূল নেতা নির্মল ঘোষ বলেন, ‘‘দলীয় শৃঙ্খলা অভ্যন্তরীণ বিষয়। সঠিক সময়ে সিদ্ধান্ত জানানো হবে।’’

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.