২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু দেশজুড়ে আলোড়ন তুলেছিল। সেই ঘটনায় বান্ধবী রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারকে কাঠগড়ায় তোলা হয়েছিল। ২৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পেলেও সোশ্যাল মিডিয়ার তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে জীবনের স্বাভাবিক ছন্দে ফিরেছেন রিয়া।
সম্প্রতি সিবিআই সুশান্ত মামলায় রিয়া চক্রবর্তীকে ক্লিনচিট দিয়েছে। তদন্ত সংস্থার চূড়ান্ত রিপোর্টে বলা হয়েছে, এই ঘটনায় কোনও অপরাধমূলক ষড়যন্ত্রের প্রমাণ মেলেনি। এর ফলে দীর্ঘ বিতর্কের পর স্বস্তি পেলেন রিয়া ও তাঁর পরিবার। সোমবার বাবা ও ভাই শৌভিক চক্রবর্তীকে সঙ্গে নিয়ে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী। ক্যামেরার সামনে এলেও কোনও মন্তব্য করেননি তিনি, তবে মুখে ফুটেছে স্বস্তির হাসি।
রিয়ার আইনজীবী সতীশ মানেশিণ্ডে জানিয়েছেন, “সিবিআই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করেছে। সোশ্যাল মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ায় অহেতুক মিথ্যা প্রচার চালানো হয়েছিল, যা অত্যন্ত দুঃখজনক।” তিনি আরও বলেন, “এই দেশ এখনও বিচারব্যবস্থার জন্য নিরাপদ, যেখানে সত্যের জয় হয়।”