এসএসসির নিয়োগ দুর্নীতির প্রতিবাদে বিকাশ ভবন অভিযানে এবিভিপি, সল্টলেকে ধুন্ধুমার, চলল লাঠি-জলকামান

এবিভিপি-র পক্ষ থেকে আজ বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়। বুধবার একটি ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল। এসএসসি-তে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে বুধবার সল্টলেকের বিকাশ ভবন অভিযান করে এবিভিপি। যা ঘিরেই রণক্ষেত্রের পরিস্থিতি হয়। বিক্ষোভকারীদের ঠাকেত পুলিশ লাঠি চার্জ করে। ব্যবহার করা হয় জলকামান।

বিকাশ ভবন অভিযানের জন্য এ দিন দুপুরের কিছুটা আগে থেকেই করুণাময়ী অঞ্চলে জমা হতে থাকে এবিভিপি-র নেতা, কর্মী, সমর্থকরা। দুপুর আড়াটে নাগাদ কর্মসূচি শুরু হয়। এবিভিপি-র কিছুটা এগোতেই তাদের ইন্দিরা মোড়ে আটকে দেয় পুলিশ। ব্যারিকেড দিয়ে মিছিল রোখার চেষ্টা করা হয়। কিন্তু, পুলিশি বাধা অমান্য করেই এগোনোর চেষ্টা করে আন্দোলনকারীরা।
বিধাননগর পুলিশ। ড্রোন দিয়েও নজরদারি চলছিল। এদিন বেলা বাড়লে এবিভিপির কর্মীরা বিকাশ ভবন পৌঁছলে, বিধাননগর পুলিস কমিশনারেটের পক্ষ থেকে ব্যারিকেডের মাধ্যমে আটকানোর চেষ্টা চলে। তবে ব্যারিকেড ভেঙে কর্মীরা ঢুকতে গেলে, জলকামান চালু করা হয়। জলকামানে অসুস্থ হয়ে পড়েন একজন কর্মী। তাঁকে স্থানীয় হাসপাতালে চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হয়।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক