মহামিছিলের নাম করে টাকা তোলা হচ্ছে! সতর্ক করলেন অভিনেত্রী সোহিনী সরকার

কলকাতা: মহামিছিলের নামে টাকা তোলা হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিনেত্রী সোহিনী সরকার। আরজি করের নির্যাতিতার জন্য বিচার চেয়ে পথে নেমেছে মানুষ। শোনা যাচ্ছে, মহামিছিলের নাম করে না কি জালিয়াতি করছে কিছু মানুষ!

আরজি কর কাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে আগামী ১ সেপ্টেম্বর মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। এর নাম দেওয়া হয়েছে আমরা তিলোত্তমা। সোহিনী সরকার আগেই ছড়িয়ে দিয়েছিলেন এই মহামিছিলের কথা। কিন্তু এই মিছিলের নাম করে যে কিছু অসাধু মানুষ জালিয়াতি করছেন সেটাই প্রকাশ্যে আনলেন।

সোশ্যাল মিডিয়া পোস্টে সোহিনী লেখেন, “আমরা খবর পেয়েছি, Amra Tilottama র ১লা সেপ্টেম্বরের মহামিছিলের নামে টাকা তোলা হচ্ছে। কাজটি কার, সেটা এখনো বুঝতে পারা যায়নি।
আমাদের পক্ষ থেকে এখনো অবধি কোনো টাকা চাওয়া হয়নি, হচ্ছে না। পরবর্তীতে হলে সর্বাগ্রে আমাদের পেজ থেকে সেই আবেদন পোস্ট করা হবে। সাবধান থাকুন। কেউ নিয়ে থাকলে বা এরপর কেউ চাইলে দয়া করে আমাদের জানান। যোগাযোগের নম্বর : +91 83340 04994 / +91 82409 25171”।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক