Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
মহামিছিলের নাম করে টাকা তোলা হচ্ছে! সতর্ক করলেন অভিনেত্রী সোহিনী সরকার - NewsOnly24

মহামিছিলের নাম করে টাকা তোলা হচ্ছে! সতর্ক করলেন অভিনেত্রী সোহিনী সরকার

কলকাতা: মহামিছিলের নামে টাকা তোলা হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিনেত্রী সোহিনী সরকার। আরজি করের নির্যাতিতার জন্য বিচার চেয়ে পথে নেমেছে মানুষ। শোনা যাচ্ছে, মহামিছিলের নাম করে না কি জালিয়াতি করছে কিছু মানুষ!

আরজি কর কাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে আগামী ১ সেপ্টেম্বর মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। এর নাম দেওয়া হয়েছে আমরা তিলোত্তমা। সোহিনী সরকার আগেই ছড়িয়ে দিয়েছিলেন এই মহামিছিলের কথা। কিন্তু এই মিছিলের নাম করে যে কিছু অসাধু মানুষ জালিয়াতি করছেন সেটাই প্রকাশ্যে আনলেন।

সোশ্যাল মিডিয়া পোস্টে সোহিনী লেখেন, “আমরা খবর পেয়েছি, Amra Tilottama র ১লা সেপ্টেম্বরের মহামিছিলের নামে টাকা তোলা হচ্ছে। কাজটি কার, সেটা এখনো বুঝতে পারা যায়নি।
আমাদের পক্ষ থেকে এখনো অবধি কোনো টাকা চাওয়া হয়নি, হচ্ছে না। পরবর্তীতে হলে সর্বাগ্রে আমাদের পেজ থেকে সেই আবেদন পোস্ট করা হবে। সাবধান থাকুন। কেউ নিয়ে থাকলে বা এরপর কেউ চাইলে দয়া করে আমাদের জানান। যোগাযোগের নম্বর : +91 83340 04994 / +91 82409 25171”।

Related posts

৬ মাসে ৯০ লক্ষ ভক্ত, দৈনিক আয় ৪ লক্ষ—জগন্নাথ মন্দির দিঘাকে তীর্থস্থানে পরিণত করেছে

মরশুমের শুরুতেই আবারও বাঘের দেখা! পীরখালিতে একদিনে দুই রয়্যাল বেঙ্গল টাইগার দেখলেন পর্যটকরা

ডিসেম্বরে মোদির সম্ভাব্য বঙ্গ সফর, শেষ সপ্তাহে আসতে পারেন অমিত শাহ—বিধানসভা ভোটের আগে চূড়ান্ত তোড়জোড় বিজেপির