124
ডেস্ক : কোভিড আক্রান্তদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন বহরমপুরে কংগ্রেস সাংসদ তথা প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। নিজের সাংসদ তহবিল থেকে মুর্শিদাবাদে একটি অক্সিজেন প্ল্যান্ট তৈরির উদ্যোগ নিলেন তিনি।
এ বিষয়ে শুক্রবার মুর্শিদাবাদের জেলাশাসক চিঠি লিখেছেন তিনি। এর সঙ্গে দু’টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স কেনার জন্য তিনি জেলাশাসককে অনুরোধ করেছে। অক্সিজেন্ট প্ল্যান্টটি বহরমপুরে বসবে বলে জানা গিয়েছে।
রাজ্য কার্যত লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ১৭,৪১১ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩,৩২৩ জন উত্তর ২৪ পরগনার।