প্রথম পাতা খবর এ বার পৃথিবী এবং চাঁদের আশ্চর্যজনক ছবি তুলে পাঠাল আদিত্য এল১

এ বার পৃথিবী এবং চাঁদের আশ্চর্যজনক ছবি তুলে পাঠাল আদিত্য এল১

412 views
A+A-
Reset

চাঁদের মাটিতে চন্দ্রযান ৩-এর সফল অবতরণের পর, বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভার বেশ কিছু চমকে দেওয়া ছবি পাঠিয়েছে। এখন সূর্য সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য পাঠানো করা আদিত্য এল১ পাঠাচ্ছে পৃথিবীর ছবি।

পৃথিবী এবং চাঁদের সঙ্গে একটি বিশেষ সেলফি তুলেছে আদিত্য এল১। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)।

বলে রাখা ভালো, আদিত্য এল১ উৎক্ষেপণের পর থেকে দু’বার কক্ষপথ পরিবর্তিত হয়েছে। সম্প্রতি ইসরো জানিয়েছে, আদিত্য এল১ সূর্যের এল১ পয়েন্টের দিকে ক্রমশন এগিয়ে চলেছে। আদিত্য এল১ এখন ২৪৫ কিমি x ২২৪৫৯ কিমি কক্ষপথ থেকে ২৮২ কিমি x ৪০২২৫ কিমিতে এগিয়ে গেছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.