বড়দিনে শহরের প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিটের ছবি দেখে চোখ কপালে উঠেছিল রাজ্য প্রশাসনের। করোনা বা ওমিক্রনকে থোড়াই কেয়ার করে পার্ক স্ট্রিটে উপছে পড়েছিল সাধারণ মানুষের জমায়েত। খুব স্বাভাবিকভাবেই বর্ষবরণের উৎসব নিয়ে প্রমাদ গুনেছে কলকাতা পুলিশ। আর তাই বড়দিনের মতন একেবারে বেলাগাম খুল্লামখুল্লা ছাড় নয়, বর্ষবরণের পার্ক স্ট্রিটে থাকছে বেশ কিছু বিশেষ ব্যবস্থা।
স্বাস্থ দফতর ও করোনা বিশেষজ্ঞদের পূর্বানুমানকে সত্য়ি করে রাজ্য়ে হুড়মুড়িয়ে বেড়ে চলেছে ওমিক্রন। পাশাপাশি সমানতালে পাল্লা দিচ্ছে করোনাও। এমন পরিস্থিতিতে বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিটের ভিড়কে নিয়ন্ত্রণের লক্ষ্য়ে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে রাজ্য় প্রশাসন ও কলকাতা পুলিশ। এবার দেখার বিষয়, এত সব করেও ঠিক কতটা নিয়ন্ত্রন করা সম্ভব হয় পার্ক স্ট্রিটের জমায়েতকে।
কলকাতা পুলিশের তরফে যে পরিকল্পনা নেওয়া হয়েছে বছর শেষের রাতের জন্য়, সেই পরিকল্পনা অনুযায়ী ৩১ এর রাতে কলকাতায় মোতায়েন থাকছে মোট প্রায় পঁয়ত্রিশ হাজার পুলিশ কর্মী। এর পাশাপাশি চলবে ড্রোন এর নজরদারি। শুধুমাত্র পার্ক স্ট্রিট এলাকার জন্য়ই মোতায়েন থাকছেন ৮জন ডিসি। থাকছেন ২ মহিলা ডিসি। এছাড়াও মোতায়েন থাকবেন অ্য়াসিস্টান্ট কমিশনার মর্যাদার অন্তত ১৩ অফিসার। নজরদারি থাকবে সব হোটেল , বার ও নাইট ক্লাব গুলিতেও।
বড়দিনের বিশাল ভিড়ের কারণে পুলিশের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল পার্ক স্ট্রিট এলাকায় যান চলাচল। তবে ৩১ এর রাতে এখনও পর্যন্ত যান বন্ধের কোনও পরিকল্পনা নেই বলেই জানিয়েছে কলকাতা পুলিশ। তবে শহরের একাধিক স্থানে চলবে নাকা চেকিং।