Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
এসআইআরের আগে রাজ্যে প্রশাসনিক রদবদল, বদলি একঝাঁক আইএএস-আইপিএস আধিকারিক - NewsOnly24

এসআইআরের আগে রাজ্যে প্রশাসনিক রদবদল, বদলি একঝাঁক আইএএস-আইপিএস আধিকারিক

আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। তার আগে শুরু হতে চলেছে বিশেষ নিবিড় সংশোধন (SIR)। এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার আগে নবান্ন বড়সড় প্রশাসনিক রদবদল ঘোষণা করল। রাজ্যের ১০ জন জেলাশাসক ও একাধিক অতিরিক্ত জেলাশাসক (ADM)-কে বদলি করা হয়েছে।
মোট ১৭ জন আইএএস ও আইপিএস আধিকারিকের বদলির নির্দেশ জারি করেছে রাজ্য সরকার।

সোমবার রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, মালদহ, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদের জেলাশাসকদের বদলি করা হয়েছে।

এছাড়া অন্তত ২০টি জেলার অতিরিক্ত জেলাশাসক পদেও পরিবর্তন আনা হয়েছে। সূত্রের খবর, সংবেদনশীল জেলাগুলিতে অভিজ্ঞ ও নিরপেক্ষ আধিকারিকদের নিয়োগ করা হয়েছে।

জেলাশাসকদের পাশাপাশি, বিভিন্ন দপ্তরের সচিব পর্যায়েও পরিবর্তনের ঘোষণা হয়েছে। কলকাতা পুরসভায়ও বহু গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে রদবদল করা হয়েছে।

নবান্ন সূত্রে জানা যাচ্ছে, পরবর্তী ধাপে জেলা পুলিশ প্রশাসন ও পুর প্রশাসনেও একাধিক পরিবর্তন আসতে পারে।

ওয়াকিবহাল মহলের মতে, এসআইআরের আগে এই রদবদল ভোটের প্রস্তুতির অংশ। ভোটার তালিকা সংশোধনের সময় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রশাসনিক পুনর্বিন্যাস করা হয়েছে।

তবে আরেক মহলের দাবি, এটি রুটিন বদলি— তিন বছরের বেশি সময় একই পদে থাকা আধিকারিকদের নিয়মমাফিক স্থানান্তর করা হয়েছে।

আগামী বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর কাজ শুরু হবে নভেম্বরের শুরুতে।

Related posts

৪ নভেম্বর থেকে বাংলায় শুরু ভোটার তালিকার এসআইআর, ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে সংশোধন প্রক্রিয়া

ভোটব্যাঙ্ক নিয়ে উদ্বেগ! SIR শুরুর আগে মতুয়াদের ‘সিএএ’ আশ্বাস শান্তনুর, কুণালের পালটা তোপ

বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘মোন্থা’, অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে মঙ্গলবার, দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি সতর্কতা