রাজ্যে ফের শুরু হয়ে গেল ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (Special Intensive Revision বা SIR)। প্রায় ২৩ বছর পর নির্বাচন কমিশন ফের প্রকাশ করল ২০০২ সালের ভোটার তালিকা। সূত্রের দাবি, এই পুরনো তালিকাকেই ভিত্তি করে এবার হালনাগাদ তালিকা তৈরির পথে হাঁটছে কমিশন।
ইতিমধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)-এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ওই তালিকা। এখন পর্যন্ত রাজ্যের ১১টি জেলার শতাধিক বিধানসভা কেন্দ্রের তালিকা দেখা যাচ্ছে সেখানে। একই রকম প্রক্রিয়া চলেছে বিহারেও। সেখানে ২০০৩ সালের তালিকার ভিত্তিতে চলছে এসআইআর। জানা গিয়েছে, ৬০ লক্ষের বেশি নাম ইতিমধ্যেই বাদ পড়েছে ওই রাজ্যে।
কমিশন সূত্রে খবর, এবার বাংলাতেও সেই ধাঁচে ভোটার তালিকা যাচাই শুরু হচ্ছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের নেতৃত্বে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার ও বুথ লেভেল অফিসারেরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার তথ্য যাচাই করবেন।
২০০২ সালের তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের অতিরিক্ত নথি লাগবে না। সেই তালিকায় নাম না থাকলে, বা যাঁরা নতুন ভোটার বা অন্য রাজ্য থেকে এসেছেন, তাঁদের জন্য থাকবে পৃথক ফর্ম ও নথিপত্র জমার প্রক্রিয়া। অনলাইনেও জমা দেওয়া যাবে তথ্য।
এই প্রক্রিয়ায় যুক্ত থাকবেন রাজনৈতিক দলের বুথ স্তরের প্রতিনিধিরাও। কমিশনের দাবি, মৃত, স্থানান্তরিত বা ভুয়ো ভোটারদের চিহ্নিত করে তালিকা পরিশ্রুত করাই এই সমীক্ষার মূল উদ্দেশ্য।