প্রথম পাতা খবর ‘চাপের মুখে ৪ মাস পর উনি শুনলেন’,কেন্দ্রের বিনামূল্যে টিকাকরণের সিদ্ধান্তকে স্বাগত মমতার

‘চাপের মুখে ৪ মাস পর উনি শুনলেন’,কেন্দ্রের বিনামূল্যে টিকাকরণের সিদ্ধান্তকে স্বাগত মমতার

300 views
A+A-
Reset

ডেস্ক: ১৮ ঊর্ধ্ব সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেবে কেন্দ্রীয় সরকার। রাজ্যগুলিকে নিজের টাকা খরচ করে কোনও ভ্যাকসিন কিনতে হবে না। দেরিতে হলেও অবশেষে কেন্দ্রের নেওয়া এই সিদ্ধান্তকে কিছুটা তীর্যক সুরে স্বাগত জানিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী ঘোষণার কিছু পরেই টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, লিখলেন, দীর্ঘদিন ধরে বিনামূল্যে করোনা টিকা দেওয়ার যে দাবি তোলা হয়েছিল, চাপের মুখে অবশেষে তা মেনে নিলেন প্রধানমন্ত্রী।

মমতা এ দিন লিখেছেন, “গত ফেব্রুয়ারি মাসে এবং তার পরেও অনেকবার আমি প্রধানমন্ত্রীকে চিঠিতে লিখেছিলাম যেন সবাইকে বিনামূল্যে টিকা দেওয়া হয়। ওনার ৪ মাস সময় লাগল তবে বহু চাপের পর অবশেষে উনি আমাদের কথা শুনলেন এবং আমরা এতদিন যেটা চেয়েছিলাম সেটাই কার্যকর করলেন।”


পাশাপাশি মমতা আরও লেখেন, “এই অতিমারির শুরু থেকেই ভারতবাসীর সুস্থতাকে অগ্রাধিকার দেওয়ার উচিত ছিল। দুর্ভাগ্যবশত প্রধানমন্ত্রীর এই বিলম্বিত সিদ্ধান্তের কারণে অনেক মানুষের প্রাণ চলে গিয়েছে। আশা করি, এবার শুধু নিজেদের প্রোপাগান্ডা না করে ভালভাবে টিকাকরণ অভিযান হবে।”

বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া নিয়ে কেন্দ্রকে আক্রমণ শানিয়েছেন মমতা। কেন কেন্দ্র ভ্যাকসিন দিচ্ছে না তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এমনকি ফ্রিতে দেশের মানুষকে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে মোদী সরকারের কতটাকা খরচ হবে তা নিয়েও একাধিকবার প্রশ্ন তুলেছেন মমতা। এদিন মোদীর বড় ঘোষণার পরেই টুইটারে কার্যত তাঁর নৈতিক জয়ের কথা তুলে ধরলেন মমতা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.