ডেস্ক: পুনের রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে অন্তত ১৪ জনের। মহারাষ্ট্রের পুনের স্যানিটাইজার কারখানায় এই ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্ষতিপূরণ হিসেবে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।
সূত্রের খবর, সোমবার বিকেলে মহারাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহরের একটি স্যানিটাইজার কারখানায় এই আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ায় ভেতরে বেশ কয়েক জন কর্মী আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। যেহেতু স্যানিটাইজার তৈরি করতে অ্যালকোহল ব্যবহৃত হয় এবং এটি আগুনে সংস্পর্শে এলেই জ্বলে ওঠে, ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৬টি ইঞ্জিন।
আরও পড়ুন: মুম্বই থেকে কলকাতা আসার পথে এয়ার টার্বুল্যান্সের কবলে বিমান, আহত ৮ যাত্রী
সূত্রের খবর, এসভিএস অ্যাকোয়া টেকনোলজিস নামে ওই সংস্থায় এ দিন অন্তত ৩৭ জন কাজ করছিলেন, যখন আগুন লাগে। দমকলের চেষ্টায় ২০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ১৪ জন কর্মীর মৃতদেহ বের করে আনা হয়েছে কারখানা থেকে। ভিতরে এখনও কারা আটকে আছে, তার খোঁজ চালাচ্ছে দমকলবাহিনী। আগুন বেশ কিছুক্ষণের চেষ্টায় আপাতত নিয়ন্ত্রণে এসেছে। স্যানিটাইজার দাহ্য পদার্থ, তাই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সেই স্যানিটাইজার তৈরি করতে গিয়েই কোনও রাসায়নিক বিক্রিয়া থেকে আগুন লেগে যায়। পরে সেই আগুনই ছড়িয়ে পড়ে ক্রমশ।