রবিবার রাজ্য প্রশাসন জানিয়েছিল, সোমবার থেকে সন্ধ্যা ৭ টার পর ছাড়বে না কোনও লোকাল ট্রেন। এই ঘোষণা নিয়ে জন মানষে তৈরি হয় বিভিন্ন বিভ্রান্তি। আর তাই বিভ্রান্তি করতেই সোমবার রেল এর তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হল ঠিক কিভাবে চলবে লোকাল ট্রেন। শেষ ট্রেনইবা ছাড়বে ঠিক কখন।
হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে চলা ট্রেনগুলিকে নিয়ন্ত্রণ করে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল। রাজ্যের সিদ্ধান্ত মেনে উভয় ডিভিশন ঠিক করেছে সন্ধ্যার পরে আর ট্রেন চালানো হবে না।
তবে এক্ষেত্রে উভয় ডিভিশনের মধ্যে কিছু পার্থক্যও দেখা যাচ্ছে। পূর্ব রেল যেমন জানাচ্ছে সোমবার সন্ধ্যা ৭ টার পর কোনও প্রান্তিক স্টেশন থেকে নতুন করে ট্রেন ছাড়বে না। অর্থাৎ শিয়ালদহ থেকে সন্ধ্যা ৭ টার পর আর কোনও ট্রেন ছাড়বে না। তবে সাত টার আগে ছেড়ে যাওয়া ট্রেন মাঝপথে থেমে যাবে না। সেই ট্রেন তার গন্তব্য স্থলে পৌঁছনোর পরেই থামবে।
তবে এক্ষেত্রে হাওড়া স্টেশনে দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হচ্ছে, তাঁরা বিষয়টাকে একটু অন্যভাবে দেখছেন। দক্ষিণ পূর্ব রেল এর লক্ষ্য সন্ধ্যা ৭ টার মধ্যেই যেন এই ডিভিশনের সব ট্রেন তার অন্তিম গন্তব্যে পৌঁছে যেতে পারে। সেই মত হিসেব করেই বিভিন্ন লাইনে ছাড়া হবে ট্রেন।