ডেস্ক : আমূল দুধের পর এবার দাম বাড়ছে মাদার ডেয়ারি দুধের। কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে রবিবার থেকে এই দুধের দাম দু-টাকা বাড়ছে।
এর আগে ২০১৯-এর ডিসেম্বর মাসে শেষবার দুধের দাম বাড়িয়ে ছিল মাদার ডেয়ারি।
কারণ হিসাবে বলা হচ্ছে, দুধ উৎপাদনের খরচ প্রায় ৮ থেকে ১০ শতাংশ বেড়েছে। বেড়েছে অন্যান্য খরচও তাই দাম বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই বলেই জানিয়েছে সংস্থাটি।
এর আগে ১লা জুলাই থেকে প্রতি লিচার দুধের দাম বাড়িয়ে ছিল আমূল। রবিবার থেকে সেই পথেই হাটছে মাদার ডেয়ারি।
সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, করোনা মহামারির জেরে সংকটের মুখোমুখি দুধ উৎপাদন। পাশাপাশি মূল্যবৃদ্ধির জেরে বেড়েছে অন্যান্য ব্যয়ও। তবু ক্রেতার কথা ভেবে গত দেড় বছরে দুধের দাম বাড়ানো হয়নি। কিন্তু বর্তমান পরিস্থিতি দুধের দাম বাড়ানো ছাড়া কোন উপায় ছিল না।
আরও পড়তে পারেন
রাজ্য সরকারের বিরোধিতা ছেড়ে দল সামলাতে মন দিন বিজেপি নেতৃত্ব