এই বাজেট কৃষকদের আয় দ্বিগুণ করবে : প্রধানমন্ত্রী

এবারের এই বাজেটের সুফল দেখা যাবে কিছুদিনের মধ্যেই। কারণ এবারের বাজেটের ফলে কৃষকদের আয় প্রায় দ্বিগুণ হয়ে যাবে, এমনটাই জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

একইসঙ্গে এবারের এই সাধারণ বাজেটের কারণে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পেও খুব বড় আকারে সুবিধা পাওয়া যাবে বলেও মন্তব্য করেন মোদি।

বাজেট পেশ হয়ে যাওয়ার পর দেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছেন, এই বাজেট কেন্দ্রের প্রস্তাবিত রোড ম্যাপ অনুযায়ী অর্থনীতির সমস্ত ক্ষেত্রকে সুবিধা করে দেবে। এছাড়াও এবার বিশেষ জোর দেওয়া হয়েছে দেশের কৃষি ক্ষেত্রে বলেও জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, মোট ২.২৫ লক্ষ কোটির ন্যূনতম সহায়ক মূল্য পাবেন দেশের কৃষকরা। তাঁদের সুবিধার্থেই এই বিপুল পরিমাণ অর্থ সরাসরি ট্রান্সফার করা হবে কৃষকদের অ্যাকাউন্টে।

এই বাজেট নিয়ে মোদি বলেন, ‘মানুষের জন্য নতুন আশা আর সুযোগ এনেছে এই বাজেট। এর দ্বারা দেশের অর্থনীতি আরও দৃঢ় ও মজবুত হবে বলেও আশা প্রকাশ করেন দেশের প্রধানমন্ত্রী।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন