Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
সিবিএসই-এর পর বাতিল হল আইসিএসই বোর্ড পরীক্ষা - NewsOnly24

সিবিএসই-এর পর বাতিল হল আইসিএসই বোর্ড পরীক্ষা

ডেস্ক: করোনা পরিস্থিতিতে ছাত্র ছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই বাতিল করা হল আইসিএসই বোর্ড পরীক্ষা৷ কোভিড পরিস্থিতিতে পরীক্ষা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। দ্বাদশ শ্রেণির এই পরীক্ষা প্রত্যেক ছাত্রছাত্রীর জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হল প্রধানমন্ত্রীর বৈঠকে। উচ্চ পর্যায়ের বৈঠকে পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হল।

মঙ্গলবার রাতে এই কথা জানান বোর্ড সচিব জেরি অ্যারাটুন। বলেছেন, ‘পরীক্ষা বাতিল করছি আমরা। কীভাবে ছাত্র-ছাত্রীদের নম্বর দেওয়া হবে, তা আমরা পরে জানিয়ে দেব।’
এর আগে বোর্ডের তরফে নোটিসে বলা হয়েছে, দেশজুড়ে কোভিড পরিস্থিতি ক্রমশ খারাপ হওয়ায় দশম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা বাতিল করা হল ৷ পড়ুয়া এবং শিক্ষকশিক্ষিকাদের সুস্থতা ও নিরপত্তাই সবথেকে গুরুত্বপূর্ণ ৷

এ দিন বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য ও ভবিষ্যতের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের দুশ্চিন্তার অবসান ঘটবে এই সিদ্ধান্তে। এই কঠিন পরিস্থিতিতে কোনও পড়ুয়া পরীক্ষা দিতে যেত বাধ্য হবে না।’

আরও পড়ুন: বাতিল হল CBSE দ্বাদশ শ্রেণির পরীক্ষা

পাশাপাশি, কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস বা সিআইএসসিই-র অন্তর্গত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে বলা হয়েছে, একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া ইতিমধ্যে শুরু না হলে তা শুরু করে দিতে ৷ সেইসঙ্গে নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর অনলাইন ক্লাস দ্রুত শুরুর করার জন্য সূচি নির্ধারণ করতেও বলা হয়েছে স্কুলগুলিকে ৷ আইএসসি ২০২৩ অনুসারে পাঠ্যক্রম তৈরি হবে ৷


এ দিকে, রাজ্যে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে কিনা, সেই সিদ্ধান্তের কথা জানানো হবে আগামিকাল বুধবার। তবে পরীক্ষ বাতিল করার সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। তবে যদি গোটা দেশে পরীক্ষা বাতিল হয়ে গেলে সেই চাপ রাজ্যের ওপর এসে পড়বে বলেই মনে করা হচ্ছে।

Related posts

গীতাপাঠের নামে কলেজে ৪০ হাজার টাকার চাঁদার বিল! টাকা দেওয়া যাবে না, নির্দেশ মন্ত্রী বিরবাহার,

প্রধান বিচারপতির সামনেই ‘এজেন্সির অপব্যবহার’ নিয়ে সরব মমতা

পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তাল মুর্শিদাবাদ, হেল্পলাইন ঘোষণা অভিষেকের