প্রথম পাতা খবর তৃতীয়বার ক্ষমতায় আসার পর ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

তৃতীয়বার ক্ষমতায় আসার পর ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

282 views
A+A-
Reset

ডেস্ক: তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আগামী ৬ অগাস্ট সেই উত্তরবঙ্গ সফরেই যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে সম্প্রতি ভারী বৃষ্টিতে ভেসেছে উত্তরবঙ্গের একাধিক জেলা। ধস নেমেছে জায়গায় জায়গায়। সেথানকার মানুষের পাশে দাঁড়াতে আগামী মাসেই উত্তরবঙ্গ যেতে পারেন মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে, ৬ অগাস্টে গিয়ে কলকাতায় ফিরবেন ৯ অগাস্ট। তিন দিনের ওই সফরে তাঁর কর্মসূচির মধ্যে রয়েছে বেশ কয়েকটি প্রশাসনিক বৈঠক। দলের বৈঠকেও থাকতে পারেন তৃণমূল নেত্রী। প্রশাসনিক বৈঠক হবে উত্তরকন্যায়। এখান থেকেই ভার্চুয়ারি উত্তরবঙ্গের জেলা প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে কোনও কোনও এলাকাতেও যেতে পারেন তিনি।


গত ১ ফেব্রুয়ারি উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভরাডুবি হয়েছিল তৃণমূলের। সেই ক্ষত মেরামত করার জন্য বিধানসভা নির্বাচনে খোদ তৃণমূল নেত্রী সহ দলের অন্যান্য নেতারা উত্তরবঙ্গে জোরাল প্রচার করেন। একুশে অবশ্য হারানো মাটি অনেকটাই পুনরুদ্ধার করে ফেলে তৃণমূল। 

আরও পড়ুন: চিকিৎসক, নার্সদের জন্য বিনা পয়সায় জমি, সঙ্গে আবার পদোন্নতি! ঘোষণা মুখ্যমন্ত্রী


গত কয়েকদিন আগে উত্তরবঙ্গ ভাগের কথা বলেন বিজেপি সাংসদ জন বার্লা। শুধু তাই নয়,সম্প্রতি দিলীপ ঘোষের মুখেও একই কথা শোনা যায়। রাজ্যভাগের দাবি নাকি মানুষের দাবি। আর তাঁরা নাকি সেই দাবি তুলে ধরছেন। শুধু তাই নয়, উত্তরবঙ্গ নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এই অবস্থায় জেলা সফরের শুরুতে উত্তরবঙ্গকে প্রথম গুরুত্ব দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.