সর্বভারতীয় স্তরে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি নিয়ে অভিযোগের শেষ নেই। প্রশ্নফাস থেকে ফলাফলে কারচুরির অভিযোগে নাজেহাল কেন্দ্রীয় সরকার। প্রশ্ন ফাঁসের অভিযোগ উছেঠে ইউজিসি নেটেও। পরীক্ষা নেওয়ার পরদিনই বাতিল করা হয় সেই পরীক্ষা। এরপর সিএসআইআর নেট পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে। এবার আরও বড় খবর হল স্থগিত করে দেওয়া হল নিট পিজির পরীক্ষা অর্থাত্ ডাক্তারির পোস্ট গ্রাজুয়েশনের প্রবেশিকা আপাতত হচ্ছে না।
রবিবার ছিল নিট-পিজির পরীক্ষা। ঠিক তার আগের সন্ধ্যায় জানানো হল রবিবারের পরীক্ষা আপাতত নেওয়া হচ্ছে না। কারণ হিসাবে তুলে ধরা হয়েছে সাম্প্রতিক বিতর্কের কথা। জেনে নেওয়া যাক, কী কারণে পরীক্ষা স্থগিত করা হল?
স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) নিয়ে একের পর এক অভিযোগ প্রকাশ্যে আসছে। সেই কথা মাথায় রেখেই এনটিএ যাতে অবাধ, স্বচ্ছ ভাবে পরীক্ষা নিতে পারে, তার পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করার প্রয়োজন। সেই কারণেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।