মহাষ্টমীতে মঙ্গলারতির পর, কোভিড বিধি মেনে বেলুড় মঠে কুমারী পুজো

ডেস্ক: আজ মহাষ্টমী।  সর্বত্রই অষ্টমীর পুজো চলছে। মণ্ডপে মণ্ডপে চলছে অঞ্জলি। বেলুড় মঠে মহাষ্টমীর পুজোর অন্যতম আকর্ষণ কুমারি পুজো৷ চিরাচরিত প্রথা মেনে বেলুড় মঠে বুধবার সকালে মঙ্গলারতির আয়োজন করা হয়। এরপর শুরু হয় মহাষ্টমীর পুজো। বেলুড়ে প্রথম কুমারী পুজো চালু করেন স্বামী বিবেকানন্দ৷ ১৯০১ সালে মা সারদার উপস্থিতিতে শঙ্খ, বাদ্য, অর্ঘ, বলয় ও বস্ত্রাদি সহযোগে ৯ জন কুমারীকে পুজো করেছিলেন তিনি৷ সেই থেকেই এই পুজো নিষ্ঠা সহকারে পালন করে চলেছে বেলুড় মঠ কর্তৃপক্ষ৷ 

আরও পড়ুন: প্রতিক্ষার অবসান, শিশুদের করোনা টিকার জরুরিভিত্তিক ছাড়পত্র পেল ভারত বায়োটেকের কোভ্যাক্সিন


দু’হাজার সাল পর্যন্ত কুমারী পুজো মন্দিরে হলেও দু’হাজার এক সাল থেকে পুজো শুরু হয় মন্দির লাগোয়া মাঠে। সেই পুজো গত বছর করোনা পরিস্থিতির জেরে  ফিরে এসেছে মূল মন্দিরের পশ্চিম বারান্দাতেই। এবছর সকাল ৯ টায় বেলুড় মঠে কুমারী পুজো শুরু । এবারের কুমারী শরণ্যা চক্রবর্তী। বছর পাঁচেকের ওই কুমারীকে উমা জ্ঞানে পুজো করা হয়। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কুমারীর মুখেও ছিল মাস্ক।অন্যান্য বছর অষ্টমীতে বেলুড় মঠে ভিড় জমান অগণিত ভক্ত। কুমারী পুজো দেখেন তাঁরা। তবে করোনার জেরে গত দু’বছর ধরে কুমারী পুজোয় বেলুড় মঠে দর্শকদের প্রবেশ নিষেধ।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন