Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
দেউচা পাঁচামি প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভের পর নড়েচড়ে বসল রাজ্য প্রশাসন - NewsOnly24

দেউচা পাঁচামি প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভের পর নড়েচড়ে বসল রাজ্য প্রশাসন

দেউচা পাঁচামি প্রকল্পের ধীর অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্য ক্ষোভের পরই প্রকল্পের কাজ গতি আনতে শুক্রবার মহম্মদবাজারে উচ্চপর্যায়ের বৈঠক করলেন রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। মুখ্যসচিব মনোজ পন্থ এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও পুলিশ আধিকারিকদের সঙ্গে প্রকল্পের নানা দিক নিয়ে আলোচনা করেন।

বৈঠকের পর মুখ্যসচিব জানান, দেউচা পাঁচামি মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এবং এর কাজ দ্রুত শুরু হবে। তিনি বলেন, “আগামী ১৫-২০ দিনের মধ্যে উপরিভাগের মাইনিং শুরু হবে। ফেব্রুয়ারির মধ্যে আন্ডারগ্রাউন্ড মাইনিংয়ের টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। এই প্রকল্পে ২.১ বিলিয়ন মেট্রিক টন কয়লা রয়েছে বলে অনুমান করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ তৈরি হবে।”

বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জমি অধিগ্রহণের ধীরগতির জন্য জেলাশাসক বিধান রায়কে ভর্ৎসনা করেন। তিনি স্পষ্ট জানান, “সাত দিনের মধ্যে সমস্ত সমস্যার সমাধান করতে হবে।” একই সঙ্গে জমি অধিগ্রহণের ক্ষেত্রে বিক্ষিপ্ততা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।

বৈঠকের পর মুখ্যসচিব জানান, প্রথম ধাপে ৩২৬ একর জমিতে কাজ শুরু করা হবে এবং আরও ৪০ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলবে। তবে আদিবাসী সংগঠনগুলি দাবি করেছে, জমি দেওয়া পরিবারগুলির প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি এবং অন্যান্য সুবিধা এখনও সম্পূর্ণ হয়নি।

Related posts

এসআইআর স্থগিতের দাবি মুখ্যমন্ত্রীর, ‘পরিকল্পনাহীন ও বিপজ্জনক’ বলে নির্বাচন কমিশনকে চিঠি মমতার

বিহারে এনডিএর ঝড়ের পর দশমবার মুখ্যমন্ত্রীর আসনে নীতীশ, গান্ধী ময়দানে শক্তিপ্রদর্শনের মঞ্চ

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের ইঙ্গিত, বাড়ছে তাপমাত্রা—শীতের গতি থমকাল রাজ্যে