কলকাতা: শাকসবজির দাম ধরাছোঁয়ার বাইরে চলে যেতে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাস্ক ফোর্সকে নির্দেশ দিয়েছেন বাজারে বাজারে নজরদারি চালাতে। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর প্রশাসনের তরফ থেকে কলকাতার পাশাপাশি প্রতিটি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে অভিযান শুরু হয়েছে। তুলনামূলক ভাবে কিছুটা কমেছে সবজির দাম। কিন্তু এখনও কমেনি ডিমের দাম।
সবজির দাম নিয়ন্ত্রণে রাজ্যের বিভিন্ন জেলার বাজারে চলছে টাস্ক ফোর্সের নজরদারি। নির্দিষ্ট কিছু সবজির দাম শেষ কয়েক দিনে সামান্য হলেও কমেছে। তবে ক্রেতাদের বড় অংশের অভিযোগ, দাম তেমন কমেনি। টাস্ক ফোর্সের লোকজন চলে গেলেই আবার চড়া দর হাঁকছেন কিছু ব্যবসায়ী।
অন্যদিকে সবজির দাম কমলেও ডিমের দাম কমেনি বলে অভিযোগ। কয়েক সপ্তাহ আগেও যেখানে এক ডজন পোলট্রির ডিমের দাম ছিল ৬০ টাকা, সেটাই এখন বেড়ে হয়েছে ৭৮ টাকা। কোথাও কোথাও ৮৪ টাকা ডজন বিক্রি হচ্ছে।
এ ছাড়াও কিছু এলাকায় নজরদারি চলেনি বলে দাবি একাংশের ক্রেতাদের।