Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ফের সিবিআই হেফাজতে অনুব্রত - NewsOnly24

ফের সিবিআই হেফাজতে অনুব্রত

আরও চারদিনের সিবিআই হেফাজতে অনুব্রত মণ্ডল। অসুস্থতার কথা জানিয়ে জামিনের আবেদন করেন তিনি। যদিও সেই যুক্তি খারিজ করেছে আদালত। বুধবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে সিবিআই-এর বিশেষ আদালত।

২৪ অগস্ট ফের আসানসোলের বিশেষ সিবিআই আদালতে শুনানির দিন ধার্য করা হয়েছে। সিবিআই আদালতে চারদিনের জন্য হেফাজত চেয়ে আবেদন করে জানান, ‘তদন্তে অসহযোগিতা করছেন অনুব্রত মণ্ডল। তাই তাঁকে আরও জেরা করার প্রয়োজন আছে।’‌ এদিন সিবিআই তাঁকে চারদিনের জন্য হেফাজতে চেয়ে আর্জি জানায় আদালতে। সেই আবেদনই মঞ্জুর করলেন বিচারক।

সিবিআইয়ের আইনজীবীরা এদিন বারবার আদালতে জানান, অনুব্রত মণ্ডল প্রভাবশালী। পাশাপাশি তাঁরা জানান, গ্রেফতারির আগে একাধিকবার অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠানো হলেও তিনি সেই তলবে হাজিরা দেননি। এক্ষেত্রে অনুব্রত তদন্তে অসহযোগিতা করেছেন বলেই আদালতে জানায় সিবিআই। একইসঙ্গে তাদের আইনজীবী জানান, গ্রেফতারের পরও তদন্তে সহযোগিতা করছেন না অনুব্রত। এদিন কোর্টরুমে অনুব্রতর মেয়ে সুকন্যার প্রসঙ্গও তুলে ধরে সিবিআই জানায়, তিনি তদন্তে সহযোগিতা করছেন না।

একইসঙ্গে এদিন আদালতে সিবিআইয়ের আইনজীবীরা দাবি করেন, গত ১০ দিন অনুব্রত যে সিবিআই হেফাজতে ছিলেন, সে সময়ের মধ্যে বেশ কিছু নতুন তথ্য তদন্তকারীদের হাতে উঠে এসেছে। সেগুলি ‘ক্রস চেক’-এর জন্য কিছু সময় দরকার। এই যাচাইয়ের জন্য অনুব্রতকে হেফাজতে পাওয়া দরকার বলেই মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

দীর্ঘ সওয়াল–জবাব শেষে বিচারক ২৪ অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন অনুব্রত মণ্ডলকে। রায়ের পরেই ফের আসানসোল আদালত থেকে নিজাম প্যালেসের দিয়ে রওনা হয়ে যায় সিবিআই।

আরও পড়ুন :

৯২ বছরে থামলেন অলিম্পিয়ান ‘বদ্রু’, শোকের ছায়া ময়দানে

আজও কি দাপট দেখাবে বৃষ্টি?

‘‌একশোবার সহযোগিতা করছি’‌, নিজাম প্যালেস থেকে বেরিয়ে দাপুটে মেজাজে অনুব্রত

রাজ্যের পাঁচ জেলায় অনেকটাই চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, ভাবাচ্ছে নবান্নকে

Related posts

শুনানিতে আর গ্রহণযোগ্য নয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, চিঠি দিয়ে জানাল কমিশন

আইপ্যাক কাণ্ডে সবপক্ষকে নোটিস সুপ্রিম কোর্টের, ২ সপ্তাহে জবাব তলব, ইডির বিরুদ্ধে FIR-এ স্থগিতাদেশ

বিএলও-র পর মাইক্রো অবজার্ভারদেরও ইস্তফা, ফরাক্কায় এসআইআর শুনানিতে বাধা