প্রথম পাতা খবর ফের শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস

ফের শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস

310 views
A+A-
Reset

অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পদক্ষেপ করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

এই নিয়ে গত এক বছরে তৃতীয়বার স্বাধিকার ভঙ্গের নোটিস আনা হল বিরোধী দলনেতার বিরুদ্ধে।
কিছুদিন আগেই বিধানসভায় মুকুল রায়ের দলবদল প্রসঙ্গ তুলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু মন্তব্য করেন। সেই বক্তব্যে অধ্যক্ষের মর্যাদাহানি হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই আজ তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনেন।

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই স্বাধিকার ভঙ্গের অভিযোগ পার্থ ভৌমিক আনার পরে তা আলোচনার জন্য স্বাধিকার রক্ষা কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই কমিটিই খতিয়ে দেখবে, শুভেন্দু অধিকারী স্বাধিকার ভঙ্গ করেছন কি না, সেই স্বাধিকার ভঙ্গ শাস্তিযোগ্য কি না। সাসপেনশন প্রত্যাহারের পর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই স্বাধীকার ভঙ্গের অভিযোগ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন :

প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল

‘অগ্নিপথ’ প্রকল্প ঘিরে বিক্ষোভের আগুন দেশ জুড়ে, দাউদাউ করে জ্বলছে ট্রেন

‘অগ্নিপথ’ নিয়োগ নিয়ে ক্ষোভের আঁচ বাংলাতেও, একাধিক স্টেশনে বিক্ষোভ, ব্যাহত ট্রেন পরিষেবা

একদিন হেলিপ্যাড সার্ভিসও করে দেব আমরা, লাইট অ্যান্ড সাউন্ড প্রদর্শনীর উদ্বোধনে দক্ষিণেশ্বরে মুখ্যমন্ত্রী

বিধানসভায় রবীন্দ্র সঙ্গীত গাইলেন বাবুল সুপ্রিয়

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.