প্রথম পাতা খবর একদিন হেলিপ্যাড সার্ভিসও করে দেব আমরা, লাইট অ্যান্ড সাউন্ড প্রদর্শনীর উদ্বোধনে দক্ষিণেশ্বরে মুখ্যমন্ত্রী

একদিন হেলিপ্যাড সার্ভিসও করে দেব আমরা, লাইট অ্যান্ড সাউন্ড প্রদর্শনীর উদ্বোধনে দক্ষিণেশ্বরে মুখ্যমন্ত্রী

66 views
A+A-
Reset

দক্ষিণেশ্বরের মন্দিরে লাইট অ্যান্ড সাউন্ড ও মন্দিরের ইতিহাস নিয়ে সচিত্র বইয়ের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘এই লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে ২৫-৩০ মিনিটে দক্ষিণেশ্বরের ইতিহাস জানা যাবে’।

তিনি বলেন, “কালীঘাটে হাত দিয়েছি। ৩০০ কোটি টাকা দিয়ে স্কাই ওয়াই তৈরি হচ্ছে। কালীঘাটে জায়গা খুব ছোট। আমি প্ল্যান দিয়েছি। দক্ষিণেশ্বর এর আগে এত ভাল দেখিনি। ভোরবেলা আরতি দেখেছি। আগে এসেছি। আজ দক্ষিণশ্বর চোখ মেলে ভাল করে পুরোটা দেখলাম। দেখে মনে হল, একটা আন্তর্জাতিক স্তরের সুন্দর জায়গা।  বাংলাই একমাত্র রাজ্য যেখানে ২ টো হেরিটেজ শহর। কোচবিহার আর নবদ্বীপ। গঙ্গসাগর ও তারাপীঠেও উন্নয়ন হয়েছে। বাংলা কারও ভিক্ষা চাই না’।

একদিন হেলিপ্যাড সার্ভিসও করে দেব আমরা।” চাকলা ধাম থেকে শুরু করে, সারা বাংলা জুড়ে ধর্মের অনেক কাজ করেছি। এমন কোথাও নেই, যা করিনি। বলেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দক্ষিণেশ্বর ইন্টারন্যাশনাল টুরিস্ট ডেস্টিনেশন। তিনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন দক্ষিণেশ্বরের আদলে স্টেশন করেছিলেন। এই মন্দিরের কুঠি সংলগ্ন একটি সংগ্রহশালার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে মা ভবতারিণী, রানি রাসমণির শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ব্যবহৃত একাধিক সামগ্রী রয়েছে।

আরও পড়ুন :

বিধানসভায় রবীন্দ্র সঙ্গীত গাইলেন বাবুল সুপ্রিয়

অফিসের পার্টিতে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার এক মহিলা-সহ নির্যাতিতার ৩ সহকর্মী

৪ মাসে দেশে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ, এক ধাক্কায় বাড়ল প্রায় ৪০ শতাংশ

দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রবেশ করবে বর্ষা, শহরে বৃষ্টির পূর্বাভাস

আগামী তিন মাস জাতীয় উদ্যান , অভয়ারণ্য ও সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশে নিষেধাজ্ঞা

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.