ফের বন্দে ভারত এক্সপ্রেসে হামলা

ফের আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস। আবারও ভাঙল জানালার কাচ। যাত্রা শুরুর পর থেকে বার বার হামলা। বড়সড় প্রশ্নের মুখে সেমি হাইস্পিড ট্রেনের যাত্রী সুরক্ষা। কেন বার বার এই হামলা, উঠছে প্রশ্ন।

জানা যায়, শনিবার সন্ধ্যায় হামলা চলে নিউ জলপাইগুড়ি-হাওড়া ডাউন বন্দে ভারত এক্সপ্রেসে। ঘটনাটি ঘটে মালদহের ফারাক্কা সংলগ্ন এলাকায়। জানলার কাচ ভেঙেছে। এর জেরে আতঙ্ক ছড়ায় ট্রেনের যাত্রীদের মধ্যে।

ঘটনায় প্রকাশ, মালদহের ফারাক্কা প্ল্যাটফর্ম থেকে সবেমাত্র ছেড়ে কয়েক কিলোমিটার এগোতেই ট্রেনের জানালায় ঢিল ছোড়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় সি১৩ কোচের ২৩ ও ২৪ নম্বর সিটের দিকের জানালার কাচ ভেঙেছে। জানালার বাইরের দিকের যে শিল্ড রয়েছে, সেটিতে ফাটল ধরেছে। ভিতরের দিকের শিল্ডেও দাগ পড়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক