অহমেদাবাদ বিমান দুর্ঘটনা: এয়ার ইন্ডিয়ার তিন উচ্চপদস্থ আধিকারিককে সরানোর নির্দেশ দিল ডিজিসিএ

অহমেদাবাদ বিমান দুর্ঘটনার জেরে এয়ার ইন্ডিয়ার তিন উচ্চপদস্থ আধিকারিককে সরানোর নির্দেশ দিল ডিজিসিএ। বিমান ও ক্রুদের নিরাপত্তা সংক্রান্ত দায়িত্বে গাফিলতির অভিযোগে তাঁদের অপসারণ করা হয়েছে।

এই তিন আধিকারিক হলেন— চুরা সিং, পিঙ্কি মিত্তাল এবং পায়েল অরোরা। ডিজিসিএ জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে একাধিক গাফিলতির প্রমাণ মিলেছে। আগামী ১০ দিনের মধ্যে এয়ার ইন্ডিয়াকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে।

প্রসঙ্গত, ১২ জুন অহমেদাবাদে টেক অফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার উড়ান। দুর্ঘটনায় মৃত্যু হয় ২৪১ জনের। জীবিত উদ্ধার করা হয়েছে মাত্র ১ জনকে। এই ঘটনার পরই তড়িঘড়ি তদন্ত শুরু করে ডিজিসিএ।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক