প্রথম পাতা খবর নিজের কোয়ার্টারে আততায়ীর গুলিতে নিহত ভারতীয় বায়ুসেনার সিভিল ইঞ্জিনিয়ার, চাঞ্চল্যকর ঘটনা প্রয়াগরাজে

নিজের কোয়ার্টারে আততায়ীর গুলিতে নিহত ভারতীয় বায়ুসেনার সিভিল ইঞ্জিনিয়ার, চাঞ্চল্যকর ঘটনা প্রয়াগরাজে

204 views
A+A-
Reset

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ভারতীয় বায়ুসেনার এক সিভিল ইঞ্জিনিয়ারকে শনিবার সকালে তাঁর সরকারি বাসভবনে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি বায়ুসেনা স্টেশনের ইঞ্জিনিয়ার্স কলোনিতে জানালার বাইরে থেকে গুলি চালায়। সে সময় ইঞ্জিনিয়ার এস এন মিশ্র (৫১) ঘুমিয়ে ছিলেন। পুরামুফতি থানার ইনচার্জ মনোজ সিং জানিয়েছেন, মৃতের বুকে গুলি লাগে এবং তাঁকে দ্রুত আর্মি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ডেপুটি কমিশনার অফ পুলিশ (সিটি) অভিষেক ভারতী জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নজরদারি দল তথ্য সংগ্রহে কাজ করছে।

বায়ুসেনা স্টেশনে লাগানো সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করছে। তাঁকে ধরতে তল্লাশি চলছে বলে জানিয়েছেন তিনি।

মিশ্রের পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে।

পুলিশ জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর মামলা রুজু করা হবে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.