অহমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২৪২ জনের মধ্যে ২৪১ জনের মৃত্যু হয়েছে বলে বিবৃতি প্রকাশ করল এয়ার ইন্ডিয়া। শুক্রবার সংস্থার এক্স হ্যান্ডলে জানানো হয়, দুর্ঘটনাগ্রস্ত বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারে ২৩২ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন। তাঁদের মধ্যে কেবল ১১এ আসনের যাত্রী রমেশ বিশ্বাসকুমার বেঁচে গিয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
এয়ার ইন্ডিয়া জানায়, বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে অহমদাবাদ থেকে লন্ডন গ্যাটউইকগামী AI171 ফ্লাইটটি টেক অফ করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে। বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ২৪১ জনের মৃত্যু হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, যাত্রীদের মধ্যে ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ ও ১ জন কানাডীয় নাগরিক। একমাত্র বেঁচে যাওয়া যাত্রী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক।
দুর্ঘটনায় প্রাণ হারানোদের পরিবারের প্রতি গভীর শোকপ্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। পাশাপাশি জানিয়েছে, যে কোনও সহযোগিতার জন্য তাদের বিশেষ টিম প্রস্তুত রয়েছে।